বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী। বাংলাদেশ সময় আজ রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।
অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান ইনডিপেনডেন্ট ডিজিটালকে আজ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফরহান জামান বলেন, গত ১ এপ্রিল এভারেস্ট জয়ের জন্য রওনা দেন বাবর আলী। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। রোববার সকাল সাড়ে ৮টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান।
তবে বাবর আলীর অভিযান এখনো শেষ হয়নি। তাঁর আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন ৩৩ বছর বয়সী বাবর আলী। এর পর কিছু দিন চাকরি করলেও পরে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন।
সাইকেলিংয়ের পাশাপাশি এখন পর্যন্ত সারগো রি (৪ হাজার ৯৮৪ মিটার), সুরিয়া পিক (৫ হাজার ১৪৫ মি.), মাউন্ট ইয়ানাম (৬ হাজার ১১৬ মি.), মাউন্ট ফাবরাং (৬ হাজার ১৭২ মি.), মাউন্ট চাউ চাউ কাং নিলডা (৬ হাজার ৩০৩ মি.), মাউন্ট শিবা (৬ হাজার ১৪২ মি.), মাউন্ট রামজাক (৬ হাজার ৩১৮ মি.), মাউন্ট আমা দাবলাম (৬ হাজার ৮১২ মি.) ও চুলু ইস্ট (৬ হাজার ০৫৯ মি.) পর্বতের চূড়ায় উঠেছেন এই তরুণ।