সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যা বলছে সেনাবাহিনী

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:০৯ এএম

দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের ফলে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তায় উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়, যা বর্তমানে চলমান রয়েছে। এছাড়া কয়েকটি দেশের কর্মকার্তাদের নিরাপত্তা দেওয়া সহ তাদের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় বলে জানিয়েছে আইএসপিআর। 

শনিবার আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়,  দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের ফলে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনসমূহ নিরাপত্তা জোরদারের জন্য বারবার অনুরোধ করে। সে সময় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে একমাত্র সক্রিয় সেনাবাহিনীর নিকট তারা উক্ত নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায়। 

এপ্রেক্ষিতে, ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়, যা বর্তমানে চলমান রয়েছে। 

উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধুমাত্র অসামরিক সদস্যগণকে ঢাকা সেনানিবাসসহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। পাশাপাশি কিছু সংখ্যক সদস্য নিজ নিজ কনস্যুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় উক্ত স্থানসমূহের নিরাপত্তা প্রদান করা হয়। 

এছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কিছু সংখ্যক রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা দেওয়া হয়। এবিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্য প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সেনানিবাসের অভ্যন্তরে বৈদেশিক মিশনসমূহের কোন ব্যক্তিবর্গ অবস্থান করছে না।

এক্ষেত্রে, গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

রাজধানীতে অটোরিকশার দৌরাত্মে চরম বিরক্ত সবাই। সড়কে নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কাই করে না চালকরা। যে কারণে বাড়ছে যানজট। ট্রাফিক পুলিশকেও ভয় পায় না তারা। এ ছাড়া অটোরিকশার অনিয়ন্ত্রিত গতির কারণে প্রতি...
সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কয়েকটি বিষয়ে একমত হয়েছে বিএনপি। ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে সংবিধানের ৮, ৯ ও ১০ অনুচ্ছেদ বিলুপ্তের বিষয়ে একমত হয়েছে দলটি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে...
সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফায় বৈঠক শুরু হয়েছে। আজ বেলা সোয়া এগারোটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির স্থায়ী...
এ বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায়, এ সুবিধা পাবেন ৭৭ হাজার জন। ঢাকার বাইরে থেকে যে ১০ হাজার হজযাত্রী যাবেন তারা থাকছেন আওতার বাইরে। 
বায়ুদূষণের কারণে তীব্র হচ্ছে বজ্রপাত। দেশের বাতাসে ধুলা, সমুদ্রের লবণ, সালফেট ও কার্বন-কণা বাড়ছে। বাতাসে দুই দশমিক দুই পাঁচ আকারের বস্তুকণার মাত্রাও বেশি জমছে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণেও ঘনঘন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের প্রতি সদয় হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার এয়ার ফোর্স...
প্রেস উইং জানিয়েছে, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ...
কোপা দেল রে-র ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে। বিশেষ করে ফাইনালের রেফারি বদল করা নিয়ে রীতিমতো...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.