সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
Independent Television
 

এএফপির প্রতিবেদন

বাংলাদেশের বিপ্লবী শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে পড়ছে বেকারত্বে

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:২৩ পিএম

বন্দুকের গুলির মুখে দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছিল বাংলাদেশের সাহসী শিক্ষার্থীরা। কিন্তু এই অভ্যুত্থানের ৬ মাস পার হওয়ার পর অনেক শিক্ষার্থী এখন বলছেন, তাদের চাকরি খুঁজে পাওয়া যেন প্রতিবাদের ব্যারিকেড সামলানোর চেয়েও কঠিন। তাদের অভিযোগ, যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, তাদের কাছ থেকে তেমন কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজে এ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এমন কথাই বলা হচ্ছে। মূলত বার্তা সংস্থা এএফপির এ সংক্রান্ত প্রতিবেদনটিই তারা প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রিজওয়ান চৌধুরীর মতো যুবকদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন এখন অনেকটাই ম্লান। তিনি বলছেন, শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তেমন কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছেন না।

২৫ বছর বয়সী এই শিক্ষার্থী অভ্যুত্থানের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। রিজওয়ান এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত সরকারের কোনো ফলপ্রসূ উদ্যোগ আমি দেখতে পাচ্ছি না।’

এএফপি বলছে, মূলত বেকারত্বই ছিল গত বছরের প্রতিবাদের প্রধান কারণ। কিন্তু বিপ্লবের পর বেকারত্বের এই সংকট আরও প্রকট হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষ দিকে ১৭ কোটি জনসংখ্যার দেশে চাকরিপ্রত্যাশীর সংখ্যা ২৬ লাখ ৬০ হাজারে পৌঁছে, যা আগের বছরে থাকা ২৪ লাখ ৯০ হাজারের ৬ শতাংশ বেশি।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত সেপ্টেম্বরে সতর্ক করে বলেছিল, বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড এখন ‘উল্লেখযোগ্যভাবে ধীরগতির’। মুদ্রাস্ফীতি দ্বিগুণ-অঙ্কের স্তরে চলে গেছে। কর রাজস্ব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যয়ের চাপ বেড়েছে। 

এ কারণে অনেকের কাছে হাসিনার ক্ষমতাচ্যুতির উচ্ছ্বাস ম্লান হয়ে যাচ্ছে বলেই উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এতে বলা হয়, ড. ইউনূস শিক্ষার্থীদের নেতাদের কাছে মন্ত্রিপরিষদের পদ হস্তান্তর করার সময় দাবি উপেক্ষা করা হয়েছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী রিজওয়ান। তিনি বলেন, ‘যদিও আমাদের প্রতিনিধিরা প্রশাসনের অংশ, আমি নিশ্চিত নই যে আমাদের দাবি শোনা হচ্ছে কি না।’

প্রতিবেদনে আরও বলা হয়, সাহিত্যে স্নাতক সম্পন্ন করে বৃদ্ধ ও অসুস্থ বাবা-মাকে সাহায্য করার জন্য খণ্ডকালীন চাকরি করছেন ৩১ বছর বয়সী শুক্কুর আলী। তিনি বলেন, ‘আমি কর্পোরেট চাকরি, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানেও আবেদন করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। এখন যে কাজ পাচ্ছি, শুধুমাত্র আমার ন্যূনতম চাহিদা পূরণের জন্য সেই কাজই করছি।’

ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বিশ্লেষক জাহিদ হুসেন বলছেন, দেশে কর্মরত ব্যক্তিদের তিন ভাগের এক ভাগ যোগ্যতা অনুযায়ী কাজের চেয়ে আরও নিচু পদে কাজ করছেন। 

তবে অন্তর্বর্তী সরকার বলছে, তারা এই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এএফপিকে বলেন, কর বৃদ্ধি করা হয়েছে। এই কর সংগ্রহ করে সরকার জনখাতে বিনিয়োগ করবে। এতে বিপুল সংখ্যক চাকরির সুযোগ সৃষ্টি হবে। আরও ভালো রাজস্ব সংগ্রহ নিশ্চিত করাই এখন অগ্রাধিকার, কারণ আগের সরকার ভগ্ন অর্থনীতি রেখে গিয়েছিল।

এএফপি বলছে, কিন্তু ক্ষুদ্রঋণের প্রবক্তা ড. ইউনূস এই বছর বা ২০১৬ সালের শুরুর দিকে নির্বাচনের জন্য তার আগে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধার করার অত্যন্ত কঠিন চ্যালেঞ্জে আছেন।

অনলাইন চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের প্রধান ফাহিম মাশরুর এএফপিকে বলেন, সরকারি খাত প্রতি বছর সর্বোচ্চ ২০ হাজার থেকে ২৫ হাজার গ্রাজুয়েট নিয়োগ করতে পারে, যেখানে প্রতি বছর প্রায় ৭ লাখ শিক্ষার্থী স্নাতক হন। আর বেসরকারি খাত চাকরি দিতে পারে ৮৫ শতাংশ গ্রাজুয়েটকে। তবে সেখানেও আশার আলো কম। ৫ আগস্ট থেকে সরকারি ও বেসরকারি উভয় খাতে নিয়োগ ধীরগতিতে চলছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেন, তরুণ চাকরিপ্রত্যাশীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে সরকারকে। এতে তরুণদের ব্যবসা শুরুর জন্য ঋণ প্রকল্প থাকতে হবে। এই সংস্কারগুলোর মধ্যে রয়েছে, স্বৈরাচারের প্রত্যাবর্তন রোধ করার জন্য সংবিধান ও জনপ্রশাসনের পুনর্মূল্যায়ন। 

প্রেস উইং জানিয়েছে, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার কাতারে বসবাসরত বাংলাদেশীদের...
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক...
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে, আপনারা এ সুযোগ নিতে পারেন।’
ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে দর্শকের কৌতূহলের শেষ নেই—চলচ্চিত্রের পর্দার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন। স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও...
পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর তাতে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের...
এ ঘটনার প্রতিবাদে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলন বয়কট করে মাদ্রিদ। পাশাপাশি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও অংশ নেননি কার্লো আনচেলত্তি ও লুকা মদ্রিদ। লস ব্ল্যাঙ্কোদের এমন কড়া অবস্থানের পর...
কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিজেরাই সমাধান করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.