সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

হুমকি দেইনি, সতর্ক করেছি: তৌহিদী জনতার উদ্দেশ্যে উপদেষ্টা মাহফুজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম

অমর একুশে বইমেলায় একটি স্টলের সামনে ‘হট্টগোলের’ পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার নিজের ভেরিফাইড প্রোফাইলে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। পোস্টের পরিপ্রেক্ষিতে সমালোচনার মুখে পড়েন তিনি। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি মঙ্গলবার রাত ৯টা ৪২ মিনিটে ফেসবুকে আরেকটি পোস্ট দিয়েছেন।

পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম জানান, তৌহিদী জনতাকে হুমকি দিতে নয়, সতর্ক করতে চেয়েছেন তিনি। আগের পোস্টে মব সংস্কৃতি নিয়ে সমালোচনা করতে গিয়ে তৌহিদী জনতার প্রসঙ্গ টানেন এই উপদেষ্টা।     

আজ রাতের পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, ‘তৌহিদী জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন, তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন। কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরই এ সম্ভাবনা রক্ষা করতে হবে।’

‘আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে। আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী। কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করেছি।’ যোগ করেন মাহফুজ আলম। 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ লেখেন, ‘বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন, উদ্দেশ্যবিহীন এ মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে।’

এ কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে। কিন্তু, আগে যেভাবে ইসলামফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো, যার শিকার আমিও হয়েছি- তা কোনোমতেই আর পুনরাবৃত্ত হবে না।’ উল্লেখ করেন তিনি। 

মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেন, ‘আলেম–উলামা, মাদরাসার ছাত্ররা গত ১৫ বছর নিপীড়নের স্বীকার হয়েছেন, এবারের অভ্যুত্থানেও রক্ত দিয়েছেন। কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত, সে স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে- এ সতর্কতা উচ্চারণ যদি ভুল হয়, তাহলে আমার কিছু বলার নেই। আমি জালিম বা মজলুম- দুইটা হওয়া থেকেই আল্লাহর কাছে পানাহ চাই।’

ফেসবুক পোস্টে ‘‘পুনশ্চ’’ শিরোনামে মাহফুজ আলম যোগ করেন, ‘ব্যক্তি আক্রমণ, ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি, পরিবারের সদস্যদের হুমকি বা বেইজ্জতি ইত্যাদি কাজগুলো নবিজির (সা.) অনুসারী হিসেবে সবার পরিত্যাগ করা উচিত। চলুন, বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি। পরস্পর সম্মান ও মর্যাদার সম্পর্কই নূতন বাংলাদেশের ভিত্তি।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক থেকে

প্রসঙ্গত, আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকতে অভ্যুত্থানের পক্ষের শক্তিকে আহ্বান জানিয়ে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মাহফুজ ফেসবুকে লেখেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না, আইন নিজের হাতে তুলে নেওয়া।’ 

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও লেখেন, ‘কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।’

ওই পোস্টে মাহফুজ আলম আরও লেখেন, ‘তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। ‘‘লা তাযলিমুনা ওলা তুযলামুনা’’- জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
মহান ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছায়ানটের সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী অধ্যাপক ড. সন্‌জীদা খাতুনের মৃত্যু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে...
জুলাই আন্দোলনের সময় সাবেক কর্মকর্তারা সেনাবাহিনীকে বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এরপর তারা আর জনতার দিকে রাইফেল তাক করেনি বলে জানান তিনি। 
সংসদ নির্বাচনে প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য দিলে তার নির্বাচন বাতিলের বিধান আরপিওতে যুক্ত করার প্রস্তাব দেবে নির্বাচন কমিশন। এছাড়া, কোনো দল ও প্রার্থীর পক্ষে প্রচারে উপদেষ্টাদের অংশগ্রহণে...
একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার। এমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহম্মদ খান। একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
সৌদি আরবের রাজধানী রিয়াদে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাহাতী কমিউনিটি সেন্টারে এই...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.