অন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্পূর্ণ স্বাধীন, এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরে কারো মন্তব্য না করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ বুধবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এক মামলার শুনানির সময় এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
সম্প্রতি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে ব্রিফিংয়ে অক্টবরের মধ্যে তিন থেকে চারটি মামলার রায় প্রকাশের আশা প্রকাশ করার পরের দিনই ট্রাইব্যুনাল এই নির্দেশ দিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম বলেন, এ দিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। এই মামলার শেখ হাসিনাসহ মোট ১২ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে মামলার তদন্ত প্রতিবেদন এখনো চূড়ান্ত না হওয়ায় সময় ২ মাসের সময় আবেদন করেন প্রসিকিউশন।
এ সময় আদালত বলেন, এখনও অনেক মামলার তদন্ত প্রতিবেদনই শেষ হয়নি। অথচ অনেকে রায়ের সময় বলে দিচ্ছেন। পরে দুই মাস সময় বাড়িয়ে এই মামলায় ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন।
এ ছাড়া, রামপুরায় জুলাই-আগস্ট গণহত্যায় ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এ নিয়ে এই ঘটনায় মোট পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হল।