সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

জাতিসংঘের প্রতিবেদনের আলোকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের আলোকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞো। সেই সঙ্গে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। ছাত্র নেতাদের মতে, গুম-খুনের বিচার না হলে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে। 

ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে গত ৫ আগস্ট দেশ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত নির্বিচারে গুলির নির্দেশ ছিল ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদন বলছে, গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিহত হন ১ হাজার ৪০০ জন। 

বিশেষজ্ঞরা বলছেন, জোর করে ক্ষমতায় টিকে থাকতে নির্বিচার হত্যায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। গণহত্যায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ‘ইনভেস্টিগেশনটা হয়েছে এবং আমাদের জানা জিনিসটাই আমরা কনফার্ম হলাম। ওনার এই ভয়ঙ্কর অপরাধ যেগুলো মানবতাবিরোধী অপরাধ, যেগুলো গণহত্যার পর্যায়ে পড়ে গেছে, সেগুলোকে বিচার করতে হবে।’ 

ছাত্র নেতারা বলছেন, জুলাই হত্যাকাণ্ডসহ গত ১৫ বছরে সব খুনের বিচার করতে হবে। সেই সঙ্গে ভোটাধিকারহরণ, গুম-খুনের বিচার না করলে জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা মনে করি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিচারের আওতায় আনলেই জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট এবং এই যে ১৪শ জনের কথা যে উল্লেখ করা হয়েছে তাদের আত্মা শান্তি পাবে।’

জুলাই গণহত্যার বিচারের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। আমরা একই সাথে মনে করি যে শেখ হাসিনা তার জায়গা থেকে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করেছে, আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিক স্বত্তা ফিরিয়ে আনার জন্য এই দোসরদের অপসারণের কোনো বিকল্প নেই।’ 

নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘এই মানুষগুলো তো তাদের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব প্রত্যক্ষদর্শী আছে এখনও। তাদের সাক্ষ্যের ভিত্তিতেই শেখ হাসিনার যে অপরাধ সেটা প্রমাণ হয়ে আসবে।’

পতিত স্বৈরাচারের দোসরদের অপপ্রচার-অরাজকতা বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।

জুলাই আন্দোলনের সময় সাবেক কর্মকর্তারা সেনাবাহিনীকে বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এরপর তারা আর জনতার দিকে রাইফেল তাক করেনি বলে জানান তিনি। 
আওয়ামী লীগকে সেনানিবাস থেকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আবদুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টের পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনী সদরদপ্তর। সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম...
দেশের করিডর দিয়ে মিয়ানমারে ত্রাণ পাঠানো গেলে রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘের কাছ থেকে মিলতে পারে বাড়তি সুবিধা। তবে এক্ষেত্রে দেশটির পরিস্থিতি নিবিড়ভাবে খতিয়ে দেখতে বলছেন বিশ্লেষকেরা। পাশাপাশি দিচ্ছেন...
গণঅভ্যুত্থানের আট মাস পরও আসামি ধরতে বাধা, থানা ভাঙচুরসহ নানা কারণে চ্যালেঞ্জের মুখে পুলিশের মনোবল—বলছেন অপরাধ বিশ্লেষকেরা। তবে মাঠ কর্মকর্তারা বলছেন, বদলি হওয়া অনেক সদস্যই রাজধানীর কর্মপন্থায়...
একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার। এমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহম্মদ খান। একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.