বিএনপির পর নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা।
এ বৈঠকে জামায়াতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তাঁরা।
এর আগে, ৯ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল। বৈঠক শেষে সেদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হলে বাধা দেবে তার দল।