সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

তিনি বলেন, এখন উত্তরের অপেক্ষায় সরকার। রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের পর এ সংক্রান্ত ফিরতি তাগিদপত্র পাঠাবে ঢাকা।

গত ডিসেম্বরেই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ। দুই দেশের বন্দি-বিনিময় চুক্তির আওতায় কাউকে ফেরত চাওয়ার ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ বিচারিক কার্যক্রমের নথি পাঠাতে হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কাগজপত্র ভারতে পাঠিয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে মুখপাত্র জানান, কূটনৈতিকপত্রের সঙ্গে পাঠানো হয়েছে প্রয়োজনীয় সব নথি। 
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘এটা এনক্লোজার হিসেবে গেছে। ওইটার মধ্যে কী কী জিনিস আছে যারা পাঠিয়েছে তারা ভালো বলতে পারবেন। কিন্তু আমরা দেখেছি অনেকগুলো কাগজপত্র পাঠানো হয়েছে। আমরা ধারণা করি যা যা কাগজপত্র পাঠানো দরকার সবগুলো ঐখানে আছে।’

এখন দিল্লির ফিরতি বার্তার অপেক্ষায় ঢাকা। সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও তাগিদপত্র পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। 

রফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো উত্তর পাইনি। কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। রিমান্ডার একটা পাঠানো হবে। যখন রাজনৈতিক নেতারা মনে করবে যে এটা পাঠানোর সঠিক সময় তখনই এটা পাঠানো হবে।’

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন ঢাকা পাঠাবে কি না এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, ‘প্রতিবেদনের সার সংক্ষেপ যা তা সবারই এখন জানা। সেটা আলাদা করে ভারতের সাথে শেয়ার করার প্রাসঙ্গিকতা এখানে নেই। প্রতিবেদনের যে অংশটুকু জনসম্মুখে এসেছে, সেটা যেকোনো মানুষের মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট।’

বিদেশে পালিয়ে যাওয়া মানবতাবিরোধী অপরাধীদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেয়ার যে পরামর্শ জাতিসংঘ দিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা তা  আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ নিয়ে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রকাশিত এক প্রতিবেদনের উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রতিবাদলিপিতে এ উদ্বেগের কথা...
আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আলোচনা...
ব্যাংককে হতে যাওয়া বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের...
সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন–দুদক। দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক মামলা দুটি দায়ের করেন। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাহাতী কমিউনিটি সেন্টারে এই...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলসহ একটি প্রতিনিধিদল। মঙ্গলবার সেনাসদরে এই সাক্ষাৎ হয়। 
সিলেটের কৃতিসন্তান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযুদ্ধা মরহুম হারিছ চৌধুরী স্মরণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে কাতারস্থ হারিছ চৌধুরী ফাউন্ডেশন। সোমবার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.