ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৬৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৫৬৬ জন।
আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্টমূলে বুধবার রাত থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫৬৬ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৯৯ জনকে।
জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের পঞ্চম দিনে এ পর্যন্ত ৯ জেলায় গ্রেপ্তার হয়েছে ৯৩ জন। এর মধ্যে গাজীপুরেই গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে। আটকরা বেশির ভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অভিযানে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়িতে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১৯, রাজশাহীতে ৮, সাভার ও সুনামগঞ্জে ৭, নাটোরে ৩ এবং মাগুরায় একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গাজীপুর- ২৩,লক্ষ্মীপুর-১০, খাগড়াছড়ি- ১৫, বাগরেহাট- ১৯, রাজশাহী-৮, সাভার-৭, সুনামগঞ্জ-৭, নাটোর-৩, মাগুরা-১ জনকে গ্রেপ্তার করা হয়।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল ২টি, ম্যাগজিন ২টি, ৫ রাউন্ড গুলি, ছোরা ১টি, রামদা ১ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে। বিশেষ অভিযান শুরুর পর শনিবার রাত থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩ হাজার ৪১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।