টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ফোনালাপ হয়। তবে কী নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, এ দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, তা পরে জানানো হবে।
এ ছাড়া পোস্টটি শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, ‘শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের দুজনের মধ্যে ফোনালাপ হয়। এ ব্যাপারে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।’
এদিকে আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছেন স্পেসএক্সের শীর্ষ কর্তা মাস্ক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসেই হতে পারে এই সাক্ষাৎ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, স্টারলিঙ্ক স্যাটেলাইটের ভারতীয় মার্কেটে প্রবেশ নিয়ে আলোচনা হতে পারে মোদি-মাস্ক বৈঠকে। মাস্কের একসময়ের বন্ধু ও বর্তমান প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের ভারত সফরের পরই মোদির সঙ্গে টেসলা কর্তার বৈঠক বেশ আলোচনার জন্ম দিয়েছে।