বাংলাদেশের নির্বাচন ও বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অযাচিত এবং সার্বভৌমত্বে আঘাতের শামিল বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে একথা জানান মুখপাত্র রফিকুল আলম।
ভারত এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে বলেও আশা করেন তিনি। পাশাপাশি শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারতের কোনো সাড়া পাওয়া যায়নি।
এসময় প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে প্রশ্ন করা হলে রফিকুল আলম জানান, ২৬ মার্চ বিকেলে চীনের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। হুয়াওয়ের একটি সম্মেলনে অংশ নিবেন অধ্যাপক ইউনূস। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাম্প্রতিক সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যাকে অগ্রাধিকার দিয়ে দেখছে এবং তাদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
এছাড়াও, বিজিবি-বিএসএফ বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি।
ফারাক্কা চুক্তির আওতায় সঠিকভাবে পানি ভাগ করা হচ্ছে বলে জানিয়ে রফিকুল আলম বলেন, ‘গঙ্গার পানির প্রবাহ কম হওয়ায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’