সেকশন

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
Independent Television
 

‘দুই মাসে দিনে গড়ে ৬ শিশু ধর্ষণ-যৌন নির্যাতন’

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৮:৩৮ পিএম

সারা দেশে গত ২ মাসে প্রতিদিন গড়ে ৬ জনের বেশি শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। শিশুদের অধিকার নিয়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো (এনজিও) এ তথ্য দিচ্ছে। শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রোববার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মীরা। শিশু নিপীড়ন বন্ধে আলাদা অধিদপ্তর করার আহ্বান জানান তারা।

গত ৬ মার্চ মাগুরায় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু। চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর মৃত্যু হয় তার।

এই ঘটনার এবং সারা দেশে সব ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ-অবরোধ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মীরা জানান, শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান এমনকি নিজ বাড়িতেও নিরাপদ নয়। শিশুদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের আহ্বান জানান তারা।

সেভ দ্যা চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চাইল্ড ওয়েলফেয়ার বোর্ডের কথা বলা হয়েছে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পরিষদে স্ট্যান্ডিং কমিটির কথা বলা হয়েছে। কিন্তু দিন শেষে সেগুলো এসে কোন জায়গায় মিলবে, কোন জায়গায় আমরা সারাদেশের শিশু সুরক্ষার চিত্র দেখতে চাই সেরকম একটি পৃথক অধিদপ্তরের কথা আমরা বেসরকারি সংগঠন সেভ দ্যা চিলড্রেনসহ আমরা বলে আসছি।’

সম্প্রতি ডিএমপি কমিশনার গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ লেখার অনুরোধ করেন। এর প্রতিবাদ জানিয়ে মানবাধিকার কর্মীরা বলেন, ধর্ষণের ঘটনায় ভিন্ন নাম দেওয়ার সুযোগ নেই। সব অপরাধকে একইভাবে দেখা যাবে না।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘ধর্ষণ না বললে তাহলে সেখানে যে একটা যৌন নির্যাতন ও নিপীড়নের বিষয় আছে সেটা কিন্তু ডাইলিউট হয়ে যাবে এবং আমরা এটা একদমই মানতে পারছি না। এটা আমরা চাই না।’

ধর্ষণের সব মামলার অগ্রগতির তথ্য জনসাধারণের কাছে প্রকাশেরও দাবি জানান এনজিওকর্মীরা।

দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা তথা সাংবাদিকতা এবং মত প্রকাশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বুধবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের...
ইউটিউবে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের বিভিন্ন ভুয়া ভিডিও। তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে দেখা গেছে, মার্চ ২০২৫-এর এক সপ্তাহেই ২৯টি ইউটিউব চ্যানেল অন্তত একটি করে ভুয়া ভিডিও প্রকাশ...
কাশ্মীরে বন্দুক হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি রাখা দরকার বলে মনে করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...
জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে দেড় হাজার মামলা হলেও একটি বড় অংশই দায়ের করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। অভিযোগ উঠেছে, চাঁদাবাজি, দখল কিংবা প্রতিপক্ষকে ফাঁসাতে আসামি করা হচ্ছে ঢালাওভাবে। চলছে ধরপাকড়ও।...
ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে সংগৃহীত ফান্ড বুধবার সকালে মালয়েশিয়ান কনসুলেটিভ কাউন্সিল অব...
গণপিটুনিতে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকেও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের হামলায় জড়িত...
চলতি মাসের ২৯ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার। গতবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৬ ভাগ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ও জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.