সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের আন্দোলনকে এক কাতারে রাখার পক্ষে নয় বিএনপি। রোববার জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া লিখিত প্রস্তাবে দলটি তাদের এ অবস্থানের কথা জানিয়েছে দলটি।
এদিন দুপুর ১টায় জাতীয় সংসদ ভবনে পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমদ।
পরে সালাহ উদ্দিন সাংবাদিকদের জানান, সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের আন্দোলনকে এক কাতারে রাখার পক্ষে নয় বিএনপি।
এদিকে, একই দিন লিখিত প্রস্তাব দেওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিনিধিদের। এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন সারোয়ার তুষার।
এরআগে সকালে কমিশনের সাথে বৈঠক করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১৫১টিতে একমত পোষণ করে দলটি।
সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।