সেকশন

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
Independent Television
 

হলফনামায় মিথ্যা তথ্যে নির্বাচন বাতিলের প্রস্তাব দেবে ইসির

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম

সংসদ নির্বাচনে প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য দিলে তার নির্বাচন বাতিলের বিধান আরপিওতে যুক্ত করার প্রস্তাব দেবে নির্বাচন কমিশন। এছাড়া, কোনো দল ও প্রার্থীর পক্ষে প্রচারে উপদেষ্টাদের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এ বিধান যুক্ত করবে ইসি। 

মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সংসদ নির্বাচন আচরণ বিধিমালায় সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভোটের প্রচারণায় অংশ নিতে পারেন না। সংসদ না থাকায় জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রচার কার্যক্রমে উপদেষ্টাদের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপের চিন্তা করছে নির্বাচন কমিশন।

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা ২২ জন। এর মধ্যে ছাত্র প্রতিনিধি থেকেও রয়েছেন উপদেষ্টা। আচরণ বিধিমালায় নতুন বিধান যুক্ত হলে নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না তারা। সেক্ষেত্রে আচরণ বিধামালা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন উপদেষ্টারা।

উপদেষ্টাদের প্রচারণার বাইরে রাখতে কী ধরনের বিধি যুক্ত করা হবে তা নিয়ে চিন্তা করছে নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘নির্বাচিত সরকারের বাহিরেও যেমন বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে বা ভবিষ্যতে কেয়ারটেকার সরকার থাকতে পারে। সেক্ষেত্রে মন্ত্রী বা অন্যান্য ভিআইপির সাথে আমরা উপদেষ্টা শব্দটাও যুক্ত করার প্রস্তাব করব।’

এদিকে, হলফনামায় প্রার্থী মিথ্যা বা তথ্য গোপন করলে, তার নির্বাচন বাতিলের সুপারিশ করেছে নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশন। এ সংক্রান্ত বিধান যুক্ত করার প্রস্তাব দেবে ইসি। 

মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আচরণবিধি পরিপন্থি কাজ করলে তাদের মনোনয়ন পত্র বাতিল, নির্বাচন পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এগুলো সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো আমরা ইনকরপোরেট করেছি। আমরা এটাকেও রাখার প্রস্তাব করব।’

প্রতীক বরাদ্দের আগে জনসংযোগ ও ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারবেন প্রার্থীরা, এমন বিধানও যুক্ত হতে পারে।।

আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ...
জুলাই সনদ চূড়ান্তের পর আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতালিভিত্তিক গণমাধ্যম রাই নিউজকে এক সাক্ষাৎকারে এমনটি জানান...
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চাওয়ার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল এসিসটেন্ট (আইডিইএ)। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ...
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অস্ট্রেলিয়া সব ধরনের সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয় হাইকমিশনার সুসান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.