যখন প্রয়োজন হবে তখন বিজি প্রেস ব্যালটের কাগজ সংগ্রহ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে বিজি প্রেসের সঙ্গে বৈঠক শেষে কমিশনের কার্যালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন সচিব।
আখতার আহমেদ বলেন, ‘বৈঠকে ব্যালটের কাগজ নিয়ে কথা হয়েছে। যে কাগজ মজুত আছে সেসবের মান ঠিক না থাকলে নষ্ট করা হবে। ব্যালটের কাগজ সংগ্রহে ৩ মাস সময় লাগে। যখন প্রয়োজন হবে তখন বিজি প্রেস ব্যালটের কাগজ সংগ্রহ করবে।’
নির্বাচনের তারিখ নির্ধারিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের সময় এখনো নির্ধারিত হয়নি। নির্বাচনে যে সময় নির্ধারণ করা হবে সে অনুযায়ী প্রস্তুতি রাখা হবে। চলমান প্রক্রিয়া অনুযায়ী আমাদের প্রস্তুতি নেব। এমনভাবে প্রস্তুতি নেব যাতে আমরা পিছিয়ে না পড়ি।’
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আরও বলেন, ‘আশু বাস্তবায়নযোগ্য কাজ নিয়ে আমাদের মতামত চাওয়া হয়েছে। এনিয়ে কাজ চলছে।’