প্রায় ১৫ বছর পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হবে এ বৈঠক।
এ বৈঠকে যোগ দিতে আজ ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি আগামীকাল তাঁর দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আর বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হতে পারে আলোচনা। ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সবশেষ ২০১০ সালে দুদেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল।
এদিকে চলতি মাসের শেষে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান এ বৈঠকে যোগদানের জন্য বর্তমানে ঢাকায় রয়েছেন। তাঁর তথ্যানুসারে, ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে আগ্রহী ইসলামাবাদ। এ ছাড়া এরইমধ্যে শিয়ালকোটে সরসরি ফ্লাইট পরিচালনার জন্য সিভিল এভিয়েশননের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়ার দুই মাসের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু করার আশা করা হচ্ছে।