প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। রোববার রাজধানীর শাহবাগে পিএসসির একজন প্রতিনিধি এ ঘোষণা দেন।
আগামী ৮ মে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সময়সূচিও প্রকাশ করে পিএসসি।
পিএসসি সংস্কারের দাবিতে রোববার বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এক পর্যায়ে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে শিক্ষার্থীদের একটি মিছিল শাহবাগ পৌঁছায়। পরে শাহবাগ মোড় অবরোধ করে তারা।
এ সময় ৪৬ তম বিসিএসের প্রিলির প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনাসহ ৮দফা দাবির কথা তুলে ধরেন তারা। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
প্রায় ১ ঘণ্টা অবরোধ শেষে তারা আবার রাজু ভাস্কর্যে ফিরে যায়।
এর আগে একই দাবিতে রাজু ভাস্কর্য পাদদেশে অনশন শুরু করে কয়েকজন শিক্ষার্থী। দুপুরে তাদের সঙ্গে আলোচনা করতে সেখানে যান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
এ সময় সমস্যা সমাধানে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।