পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেজটি ‘অপ্রত্যাশিতভাবে হ্যাক’ হয়েছে এবং অনুমোদন ছাড়াই কিছু অনুপযুক্ত কনটেন্ট শেয়ার করা হয়েছে। বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ দেখা হচ্ছে কারণ এই প্ল্যাটফর্মটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।
পেজটি পুরোপুরি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এর যেকোনো পোস্ট, বার্তা বা লিংক বিশ্বাস বা শেয়ার না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
আস্থাভাজন তথ্যের জন্য মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও অন্যান্য যাচাইকৃত চ্যানেল অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।