ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং একপেশে পদক্ষেপের কারণে আঞ্চলিক উত্তেজনা তৈরি হয়েছে। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে এ কথা বলেন তিনি।
সোমবার রাতে টেলিফোনে কথোপকথনের তথ্য দিয়েছে ঢাকার পাকিস্তান দূতাবাস।
এসময় মোহাম্মদ ইসহাক দার অভিযোগ করেন, সিন্ধু নদ চুক্তি স্থগিত করে ভারত স্বেচ্ছাচারি মনোভাব প্রকাশ করেছে।
পাকিস্তানের দাবি, বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ অঞ্চলের উত্তেজনা কমাতে সবাইকে সংযমি হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা।
দূতাবাস আরো জানিয়েছে, আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে।