সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

টিউলিপকে তলব করে গুলশানের ফ্ল্যাটের ঠিকানায় দুদকের চিঠি

আপডেট : ০৮ মে ২০২৫, ১০:০২ পিএম

সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করেছে দুদক। সংস্থাটি জানায়, ইস্টার্ন হাউজিং-কে সুবিধা দিয়ে গুলশানে ফ্ল্যাট ঘুষ নেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁকে। টিউলিপের গুলশানের ফ্ল্যাটের ঠিকানায় পাঠানো হয়েছে চিঠি। আজ বৃহস্পতিবার এসব তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

গুলশানের এই প্লটটি ইস্টার্নকে হাউজিংকে অবৈধভাবে বরাদ্দ দেয় রাজউক। পরে সুউচ্চ ভবন নির্মাণ করে প্রতিষ্ঠানটি। একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীর বোনের মেয়ে টিউলিপকে।

দুদকের দাবি, টিউলিপ এর নির্দেশে প্লটটি ইস্টার্ন হাউজিংকে বরাদ্দ দেয় রাজউক। আর এ কাজে সহায়তা করেন, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশারফ হোসেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ‘বিগত কয়েক দিন আগে একটা মামলা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে উনার বক্তব্য প্রদান ও শ্রবণের উদ্দেশে মামলার বাদী আগামী ১৪ মে ব্যক্তিগত শুনানির জন্য দুদকে ডেকেছে।’

অভিযোগ সম্পর্কে আসামির আত্মপক্ষের সমর্থনের সুযোগ হিসেবে ১৪ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে টিউলিপকে।

আকতারুল ইসলাম বলেন, ‘টিউলিপ সিদ্দিকে আয়কর নথি এবং জাতীয় পরিচয়পত্রে বাংলাদেশের যে ঠিকানা, সেই ঠিকানায় পত্র প্রেরণ করা হয়েছে।’  

এদিকে, জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে দুদক।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এসএআই আমির হোসেনসহ চারজনকে।  আজ রোববার সকালে তাদের কারাগার থেকে এই মামলায়...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির পর আজ রোববার থেকে খুলছে সরকারি সব অফিস। ছুটি শেষ হওয়ার কারণে শনিবার রাজধানীর বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে ছিল ঢাকামুখী যাত্রীদের চাপ।
শুধু একজনই না। এমন অনেকের নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। প্রায় দেড় হাজার অভিযোগ যাচাই-বাছাই শেষে দেওয়া প্রতিবেদনে উঠে এসেছে, গুম করে নির্যাতন ও হত্যার ৬৭...
দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নিজেই...
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে নেপাল। আজ রোববার মধ্যরাত থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। পিটিআইয়ের...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.