সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করেছে দুদক। সংস্থাটি জানায়, ইস্টার্ন হাউজিং-কে সুবিধা দিয়ে গুলশানে ফ্ল্যাট ঘুষ নেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাঁকে। টিউলিপের গুলশানের ফ্ল্যাটের ঠিকানায় পাঠানো হয়েছে চিঠি। আজ বৃহস্পতিবার এসব তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
গুলশানের এই প্লটটি ইস্টার্নকে হাউজিংকে অবৈধভাবে বরাদ্দ দেয় রাজউক। পরে সুউচ্চ ভবন নির্মাণ করে প্রতিষ্ঠানটি। একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীর বোনের মেয়ে টিউলিপকে।
দুদকের দাবি, টিউলিপ এর নির্দেশে প্লটটি ইস্টার্ন হাউজিংকে বরাদ্দ দেয় রাজউক। আর এ কাজে সহায়তা করেন, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশারফ হোসেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ‘বিগত কয়েক দিন আগে একটা মামলা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে উনার বক্তব্য প্রদান ও শ্রবণের উদ্দেশে মামলার বাদী আগামী ১৪ মে ব্যক্তিগত শুনানির জন্য দুদকে ডেকেছে।’
অভিযোগ সম্পর্কে আসামির আত্মপক্ষের সমর্থনের সুযোগ হিসেবে ১৪ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে টিউলিপকে।
আকতারুল ইসলাম বলেন, ‘টিউলিপ সিদ্দিকে আয়কর নথি এবং জাতীয় পরিচয়পত্রে বাংলাদেশের যে ঠিকানা, সেই ঠিকানায় পত্র প্রেরণ করা হয়েছে।’
এদিকে, জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে দুদক।