সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী–আইজিপির বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা

আপডেট : ১২ মে ২০২৫, ০৪:২৬ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কোর্ডিনেটর, তদন্ত কর্মকর্তাসহ তিনজন। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে সংস্থা।

জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম তদন্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদনে হত্যার নির্দেশনা সম্পর্কিত কথোপকথনের অডিও রেকর্ডসহ নানা ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় সংঘটিত আলোচিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধগুলোকেও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিপুল পরিমাণ প্রমাণ সংগ্রহ করেছে তদন্ত দল।

নিয়ম অনুযায়ী, প্রতিবেদন জমা দেওয়ার পর তা পর্যালোচনা করে প্রসিকিউশন পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করবে। এরপর আদালত অভিযোগ গঠন করলে বিচার প্রক্রিয়া শুরু হবে।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ-অভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এ মামলায় পরে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও (গণ–অভ্যুত্থানের সময় আইজিপির দায়িত্বে ছিলেন) আসামি করা হয়।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এসএআই আমির হোসেনসহ চারজনকে।  আজ রোববার সকালে তাদের কারাগার থেকে এই মামলায়...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির পর আজ রোববার থেকে খুলছে সরকারি সব অফিস। ছুটি শেষ হওয়ার কারণে শনিবার রাজধানীর বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে ছিল ঢাকামুখী যাত্রীদের চাপ।
শুধু একজনই না। এমন অনেকের নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। প্রায় দেড় হাজার অভিযোগ যাচাই-বাছাই শেষে দেওয়া প্রতিবেদনে উঠে এসেছে, গুম করে নির্যাতন ও হত্যার ৬৭...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশত্যাগ করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.