সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বিশ্লেষকদের মত

‘ভারত-পাকিস্তান বিরোধে বাংলাদেশকে জড়াতেই সীমান্তে পুশ-ইন করছে বিএসএফ’

আপডেট : ১৫ মে ২০২৫, ০১:৪৭ পিএম

ভারত-পাকিস্তানের বিরোধে বাংলাদেশকে জড়াতেই পুশ-ইন করছে বিএসএফ। এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের শঙ্কা, এ ধরনের ঘটনা ছড়াতে পারে সামরিক উত্তেজনা। দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে। পুশইন বা পুশ-ব্যাকের ঘটনা, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।  

জানা গেছে, ঢাকা প্রতিবাদ জানানোর পরও বন্ধ হয়নি ভারতের পুশ-ইন। ৭ মে থেকে তিন দিনে তিনশর মতো মানুষকে পুশ-ইন করেছে বিএসএফ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে দিল্লিকে ৯ মে চিঠি দিয়েছে ঢাকা। তারপরও বুধবার ৪৪ জনকে পুশ-ইন করেছে। রয়েছে বেশ কয়েকজন ভারতীয় ও রোহিঙ্গা।  

বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশ সীমান্তকে অস্থির করতে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে ভারত।

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, ‘এগুলো মানবিক একটা দুর্যোগ সৃষ্টি করার অপচেষ্টা। আরেকটি হচ্ছে ভূরাজনীতিতে এ ধরনের অবস্থা সৃষ্টি করে বাংলাদেশকেও ভারত-পাকিস্তানের যে উত্তেজনা, সেখানে টেনে নিয়ে যাওয়ার অপচেষ্টা বলে আমি মনে করি।’ 

সাবেক কূটনীতিকদের মতে, টানাপোড়েনের মধ্যে পুশ-ইনের ঘটনা ঢাকা ও দিল্লির দূরত্ব আরও বাড়াবে। বলছেন, দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্তেরও পরিপন্থি।

সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলেন, ‘দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যে বিভিন্ন সময় বলা হচ্ছে, তার বিপরীতে কাজ করবে এ বিষয়টি (পুশ-ইন করা)। এটাতে সমস্যা সৃষ্টি হতে পারে, উত্তেজনা সৃষ্টি হতে পারে, যেগুলো আমরা চাই না। এগুলো দুই দেশের দূরবর্তী স্বার্থের জন্য ক্ষতিকর। এটা হয়ত সাময়িকভাবে ভারতের কোনো রাজনৈতিক দলকে লাভ এনে দিতে পারে। কিন্তু ভারতের জন্যও এটি কোনোভাবে কাম্য নয়।’

পুশ-ইন বা পুশ-ব্যাক দুটোই মানবাধিকার লঙ্ঘন। বিশ্লেষকেরা বলছেন, এ নিয়ে ২ দেশের মধ্যে আলোচনা জরুরি। 

অভিবাসন বিশ্লেষক আসিফ মুনির বলেন, ‘সীমান্ত রাজ্যের প্রচলিত যে আইন, নিয়মনীতিগুলো থাকে সেটার লঙ্ঘন তো হচ্ছেই। কিন্তু সেইটার জন্য এইখানে কিন্তু আন্তর্জাতিক কোনো প্লাটফর্মে গিয়ে হয়ত এটি নিয়ে প্রতিবাদ জানানোর বিষয় না। এটি দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করতে হবে কূটনৈতিকভাবে।’ 

ভারতের আরও দায়িত্বশীল আচরণ দেখানো উচিত বলে মনে করেন বিশ্লেষকরা।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, এক হাজার ৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করে ২৫৩ জনকে গুমের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে এক...
শনিবারও ৩ সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করেছে ভারত। বিজিবির হিসাবে, গত ৭ মে থেকে ৩ জুন পর্যন্ত পুশইন করানো হয়েছে ১ হাজার ২৪৪ জনকে। দুই দেশের সীমান্ত বাহিনীর বৈঠক এবং কূটনৈতিক তৎপরতার পরও তা বন্ধ হয়নি।...
ভারতের আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 
চার দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.