গণঅভ্যুত্থান পরবর্তী সরকার মুক্ত সাংবাদিকতার প্রসার ঘটিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক এক সেমিনারে এ কথা জানান তিনি।
শফিকুল আলম বলেন, ‘নতুন বাংলাদেশে সকল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার কথা বলার অধিকার কেড়ে নেয়নি বরং মুক্ত সাংবাদিকতার প্রসার ঘটিয়েছে।’
প্রেস সচিব বলেন, ‘অনেক গণমাধ্যম ফ্যাসিবাদের সহযোগিতা করলেও গত ৯ মাসে সরকার কোনো সংবাদমাধ্যম বন্ধ করেনি সরকার। এ সময়ে গণমাধ্যমের পরিসর বেড়েছে, নিয়ন্ত্রণ নয় বরং সহনশীলতার পরিবেশ তৈরি হয়েছে।’
সাংবাদিকদের চাকরিচ্যুতি, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল বা মামলা—এসব বিষয়ে সরকার সরাসরি জড়িত নয় জানিয়ে তিনি বলেন, ‘অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হওয়ার বিষয়টি পুনরায় সংশোধন করে তা সহজ করা হবে।’
২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘এদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাঁরা সকলেই নিজ নিজ চাকরি করছেন।’