বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সংক্রান্ত একটি আবেদনের ওপর আগামী ১৫ জুলাই আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর মাধ্যমে, প্রায় ১৯ বছর পর মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হলো।
রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। এর আগে দুদকের আইনজীবী মামলাটি সচল করার জন্য আবেদন করেন।
২০০৭ সালের ২ জুলাই সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে দুদক।
২০০৮ সালের ৩ মার্চ ওই মামলার কার্যক্রম কেনো অবৈধ ঘোষণা করা হবে না–তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে এবং মামলাটি অবৈধ ঘোষণা করে ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি রায় দেয় উচ্চ আদালত।
এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়।