সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

শেখ হাসিনার সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে: দুদক চেয়ারম্যান  

আপডেট : ১৮ মে ২০২৫, ০৫:০৭ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নির্বাচনের সময় যে সম্পদ বিবরণী দিয়েছিলেন এবং ট্যাক্স রিটার্নে যে সম্পদের বিবরণ দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে অমিল রয়েছে। শেখ হাসিনার সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সন্তান, বোন ও বোনের সন্তানদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও দুয়েকটি মামলা অনুসন্ধানে রয়েছে। কেবল সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্য নন, অনেকের সম্পদের অনুসন্ধান করছে দুদক। কারও কারও ক্ষেত্রে প্রমাণও হয়েছে, সেক্ষেত্রে আমরা মামলার দিকে যাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে মামলাও হয়েছে।’

আজ রোববার মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৭৫তম গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এর আগে তিনি গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

দুদক চেয়ারম্যান বলেন, ‘বৈষম্যের সূত্রপাত দুর্নীতির মাধ্যমে ঘটছে- আমরা একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে এই জায়গাতে এসেছি। যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা ছিলো একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে। দুর্নীতিই বৈষম্যের সৃষ্টি করে। কাজেই এই দুর্নীতি যত কমিয়ে আনা যায় বৈষম্য ততো কমে আসবে।’ 

দুদক ছাড়াও জেলার বিভিন্ন অফিস প্রধানের উদ্যোগে মাসে অন্তত একবার সেবাগ্রহীতাদের নিয়ে গণশুনানি আয়োজনের তাগিদ দেন দুদক চেয়ারম্যান। এতে অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি।  

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ ও মৌলভীবাজার পুলিশ সুপার একেএম জাহাঙ্গীর হোসেন। 

ঢাকা বিশেষ জজ আদালত–৮ এর সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আমির হোসেনকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ...
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আগামী ১ জুলাই। এরইমধ্যে শেখ হাসিনাসহ তিন আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র।
কে এম নূরুল হুদাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচনে নয়-ছয় ও পাতানোর অভিযোগ বিষয়ে তথ্য পেতে এই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন...
দ্রুত জুলাই সনদ তৈরি করতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকের...
ইরানের বিচার এক বিবৃতিতে বলেছে, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.