এই মুহূর্তে কারও কাছে দুটি জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নেই বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে তিনি আরও জানান, একইসাথে ডাটা সেন্টারের নিরাপত্তায় টেকনিক্যাল কাজগুলো চলমান রয়েছে।
হুমায়ুন কবীর জানান, ৫৮৬ জন দ্বৈত এনআইডিধারীদের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি নাগরিকের এনআইডি তথ্য ফাঁস হওয়ার প্রশ্নে ডাটা সেন্টারের কাজ প্রতিনিয়ত চলমানের কথা জানান তিনি।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, ‘দুইটি এনআইডি থাকার যে বিষয়টি, এটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এই মুহূর্তে আমাদের জানা মতে দুটি এনআইডি আর কারও নেই। যদি এটা আইডেন্টিফাই হয় কারও ব্যাপারে তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব।’
হুমায়ুন কবীর জানান, এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে বুয়েটের টেকনিক্যাল টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইসি থেকে এনআইডি সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ চলছে।
ভবিষ্যতে কোনো ধরনের ডাটা যেন ফাঁস না হয় বিষয়ে সচেতন রয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বলেও জানান তিনি।