কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি।
গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে এভারেস্টের চূড়ার উদ্দেশে হাঁটা শুরু করেন তিনি। সোমবার তিনি চূড়ায় পৌঁছান।
ইকরামুল হাসানের ফেসবুক পেজে বেলা ২টা ১০ মিনিটে এক পোস্টে এ বিজয়ের কথা জানান তার সমন্বয়কেরা। তিনি তার এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।
৮৪ দিনে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটারের বেশি পথ হেঁটে গত ২৯ এপ্রিল এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছান তিনি।
গাজীপুরের সন্তান ইকরামুল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তিনি পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে।
ইকরামুল ২০২৩ সালে ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ ব্যানারে হেঁটে নেপালের পূর্ব থেকে পশ্চিমে সফর করেন। ওই ১ হাজার ৭০০ কিলোমিটার দৈর্ঘ্যের দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।