স্টারলিংক ইন্টারনেটের কারণে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চয়তার কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আজ মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আর কেউ চাইলেও জুলাইয়ের মতো ইন্টারনেট বন্ধের সুযোগ পাবেন না। এই সংক্রান্ত আইনও পরিবর্তন করা হচ্ছে বলে জানানো হয়।
এর আগে সকাল থেকে দেশে যাত্রা শুরু করে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিংক, যাতে নতুন এক ইন্টারনেট যুগে প্রবেশ করছে বাংলাদেশ। নতুন এই সেবায় গ্রাহকেরা মাসিক ৬ হাজার ও সাড়ে ৪ হাজার টাকায় সেবা নিতে পারবে। সেবা পেতে সেটআপের এককালিন খরচ পড়বে প্রায় ৪৭ হাজার টাকা। তবে এই সেবা গ্রুপভিত্তিক ব্যবহারের সুযোগ রয়েছে বলে জানানো হয়।
জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় নানা অপরাধ সংঘটিত হয়েছে এবং বিদেশি বিনিয়োগ কমেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। স্টারলিংকের মতো আরও বেশ কয়েকটি ইন্টারনেট কোম্পানি দেশে আসতে চায় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।