সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

চৌধুরী নাফিজ সরাফতের বিপুল সম্পত্তি জব্দের আদেশ

আপডেট : ২০ মে ২০২৫, ০৯:০৭ পিএম

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফতের বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে জব্দের আদেশ চেয়ে আবেদন করেন সংস্থাটির উপ–পরিচালক মো. মাসুদুর রহমান। জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে নাফিজ সরাফতের নামে রয়েছে দেশের বিভিন্ন জায়গায় থাকা ছয়টি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের অর্ধেক, একটি ২০তলা ভবনসহ দুটি বাড়ি, চারটি প্লট এবং চারটি নাল ও চালা জমি।

নাফিজ সরাফতের স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে থাকা পাঁচটি ফ্ল্যাট এবং তিনটি উঁচু নাল ও চালা জমিও জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে রয়েছে। এ ছাড়া জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে তাঁর ছেলে রাহিব সাফওয়ানের নামে থাকা সাতটি ফ্ল্যাট রয়েছে। এসব সম্পত্তি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।

দুদকের আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সরাফত ও অন্যদের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে দুদক। তথ্য পর্যালোচনায় দেখা যায় যে, নাফিজ সরাফত, তাঁর স্ত্রী ও তাঁর ছেলের নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে এবং তারা পলাতক।

আবেদনে আরও বলা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত স্থাবর সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ তথা দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্জন করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তারা এসব সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের সাথে সংশ্লিষ্ট নিম্নোক্ত স্থাবর সম্পত্তিসমূহ অবিলম্বে জব্দ করা আবশ্যক।

এর আগে গত ২২ জানুয়ারি চৌধুরী নাফিজ সরাফতের নামে আরব আমিরাতের দুবাইয়ে থাকা দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন একই আদালত। এরও আগে গত ৭ জানুয়ারি নাফিজ সরাফাত পরিবারের বাড়ি, জমি ও ১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিক সেবা যেভাবে ব্যাহত হচ্ছে এতে আর চুপ থাকার অবস্থা নেই। শিগগিরি সরকার ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম...
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার ওয়াশিংটন ডিসিতে এই বৈঠকে তাঁরা রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ ও...
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে  পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আজ বুধবার রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.