আদালত অনুমতি দিলে মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) থেকে সরাসরি সম্প্রচার করা যাবে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এইচ তামিম সাংবাদিকদের এ কথা জানান।
ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে বিচার সাধারণের মধ্যে সম্প্রচার করার সম্ভাবনা তৈরি হয়েছে।
এরইমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এজলাস কক্ষে বসানো হয়েছে ক্যামেরা ও সম্প্রচারের প্রয়োজনীয় যন্ত্রপাতি।
প্রসিকিউশন জানিয়েছে, আদালত অনুমতি দিলেই গণমাধ্যম শুনানি সরাসরি সম্প্রচার করতে পারবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এইচ তামিম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারকার্য চলবে সেগুলোকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রেকর্ড করা যাবে এবং তা ব্রডকাস্ট করা যাবে। সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে। আজকে ট্রাইব্যুনালের সেই সেটআপটা ক্যামেরা এবং সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে।’
এদিকে, হাইকোর্ট ও আপিল বিভাগে জনগুরুত্বপূর্ণ ও সংবিধান সংক্রান্ত মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
এ বিষয়ে এক রিটের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
আইনজীবীরা জানান, উচ্চ আদালতের জনগুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম দেশের নাগরিকরা সরাসরি দেখতে পেলে, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।