বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথগ্রহণের ইস্যুতে আগামীকাল বৃহস্পতিবার আদেশ দেবেন আদালত। বেলা পৌনে ১১টায় রায় ঘোষণা করা হবে।
আজ বুধবার ওই বিষয়ে শুনানির পর বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করেন।
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের বিরোধিতা করে দুই ব্যক্তির রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
এরআগে গতকাল মঙ্গলবারও এ রিটের শুনানি হয়, বুধবার হয় দ্বিতীয় দিনের শুনানি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে কিছুদিন আগে ওই রিট আবেদন করা হয়েছিল।
এদিকে মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে কদিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা। বুধবার ওই বিক্ষোভ সপ্তম দিনে পড়েছে। এদিন মৎস্য ভবন ও নগর ভবনে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা। বন্ধ রয়েছে নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
এরপর ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয়নি।