সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
Independent Television
 

এনসিপির নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি রাজনৈতিক: ইসি সানাউল্লাহ

আপডেট : ২১ মে ২০২৫, ০৫:২৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিকে রাজনৈতিক বিষয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। আর এ কারণে এটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। 

বুধবার ইসির পঞ্চম সভা শেষে ইসি সানাউল্লাহ দাবি করেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ ‘নিরপেক্ষভাবে’ কাজ করে যাচ্ছে। তিনি জানান, স্থানীয় না জাতীয় নির্বাচন আগে, সেই সিদ্ধান্ত নেবে সরকার। 

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বুধবার সভা করে নির্বাচন কমিশন। কমিশন সভাকক্ষে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এ বৈঠক। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা।

একই সময় নির্বাচন ভবনের বাইরে চলছিল এনসিপির বিক্ষোভ। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবিতে চলছিল সেই বিক্ষোভ।

কমিশন সভা শেষে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিকে রাজনৈতিক বিষয় হিসেবে তুলে ধরে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ বলেন, ‘কোনো রাজনৈতিক বক্তব্যে আমি কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করবে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, আমরা ফাইল ঘেটে দেখার চেষ্টা করেছি যে কখনও নির্বাচন কমিশন নিজেরা প্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা। আমরা এমন কোনো নজির পাই নি। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়ার বা আপিল করার, এই আইন আমাদেরকে সুযোগ দেয় না।’

নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে দাবি করে তিনি জানান, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে কোনটি আগে-পরে হবে তা সরকারের উপরই নির্ভর করছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এই সিকোয়েন্সিং অব ইলেকশন, কোনটা আগে হবে বা কোনটা পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না, পরিবর্তিত পরিস্থিতিতে। সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে, পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা।’

কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

জাতীয় স্বার্থে কিছুটা ছাড় দিয়ে হলেও রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে নারীদের সরাসরি ভোটে অংশগ্রহণসহ নাগরিক কোয়ালিশনের ৪ দফা প্রস্তাবের সঙ্গে একমত অধিকাংশ রাজনৈতিক দল। তবে প্রতি আসনে দ্বৈত প্রতিনিধিত্বের কার্যকারিতা সম্ভব নয়...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে। নির্বাচন কমিশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের পরিস্থিতি বুঝে...
আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময়ে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন সাধারণ মানুষ। তাঁরা বলছেন, রাষ্ট্র ব্যবস্থায়...
ভেঙে ফেলা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি ম্যুরাল। যেটি স্থাপন করা হয়েছিল বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবন এবং পুরাতন কলা অনুষদ ভবনের মাঝামাঝি পুকুরের অংশে। ম্যুরালটি একজন নারী...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.