সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় অনিয়ম-বৈষম্য হবে না: লুৎফে সিদ্দিকী

আপডেট : ২১ মে ২০২৫, ০৮:৫৯ পিএম

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

আজ বুধবার সকালে রাজধানীতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনীতে তিনি এ কথা জানান। লুৎফে সিদ্দিকী বলেন, ‘স্বচ্ছতা নিশ্চিতের স্বার্থে প্রয়োজনে দুই দেশের সমঝোতা স্মারকে পরির্বতন আনা হবে।’ 

আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে দুই দেশের প্রতিনিধিদল। বুধবার রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া ২ দিনব্যাপী বৈঠকে মালয়েশিয়ার ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিয়ার বিন উমার। এই বৈঠকেই দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। 

বৈঠকের উদ্বোধনী শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, গেল বছর শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়। ফলে, সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারা প্রায় ৮ হাজার কর্মীকে প্রথম ধাপে বোয়েসেলের মাধ্যমে পাঠানো হবে। 

লুৎফে সিদ্দিকী বলেন, ‘আট হাজার থেকে একটু কম কর্মীকে নেওয়ার জন্য একটা দ্রুত একটা প্রক্রিয়া বোয়েসেলের মাধ্যমে শুরু করার বিষয়ে ঊনারা মেনেছেন। এটাকে সিঙ্গেল এন্ট্রি থেকে মাল্টিপল এন্ট্রি কীভাবে করা যায় সে বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এটা দ্রুত করা হবে।’  

তিনি আরো জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না। 

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত বলেন, ‘বাংলাদেশে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকায় মালয়েশিয়া সরকার সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই এই যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধন করার আলোচনা হবে।’

অতীতে যারা সিন্ডিকেট করেছে, তাদের মামলা প্রত্যাহার বা অন্য কোনো শর্ত মালয়েশিয়া সরকার দেয়নি বলেও জানান লুৎফে সিদ্দিকী।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গতকাল সাংবাদিকদের জানান, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবার যুক্তরাজ্য সফরে সবচেয়ে গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার...
দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নিজেই...
যুক্তরাজ্য সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্তে বৈঠক করেছেন। সেখানে তাঁরা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে...
গতকাল বুধবার লন্ডনের চ্যাথাম হাউজে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোটারদের ওপর আস্থা, সংস্কার প্রক্রিয়া, নির্বাচন প্রভৃতি বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়েছেন তিনি।...
চট্টগ্রাম জামায়াতের ভারপ্রাপ্ত আমির পদে দায়িত্ব দেওয়া হয়েছে নায়েবে আমির নজরুল ইসলাম। এর আগে এই পদে ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তবে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া...
শুধু আফ্রিকা কেন, লর্ডসে যেকোনো দলের জন্যই এ লক্ষ্য কতটা কঠিন, সেটা পরিসংখ্যানের দিকে তাকালে সহজেই বোঝা যায়। লন্ডনের এ ভেন্যুতে চতুর্থ ইনিংসে ২৮২ বা এর চেয়ে বেশি রানে তাড়া করে জেতার রেকর্ড আছেই...
বলিউডে রাজকীয় বিয়ের যে চল, তার পথিকৃৎ বলা যায় কারিশমা কাপুরকে। ২০০৩ সালে মুম্বাইয়ে দাদু রাজ কাপুরের বাড়িতে চার দিন ধরে হয়েছিল এলাহি আয়োজন—সংগীত, মেহেদি, বিয়ে, রিসেপশন—সব মিলিয়ে যেন এক...
পাচার হওয়া বন্যপ্রাণী শনাক্তে প্রথমবার ব্যবহার হচ্ছে প্রযুক্তি। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) নামের এ পদ্ধতিতে প্রাণীদের শরীরে লাগানো হয়। যেখানে থাকে বিশেষ শনাক্ত নম্বর। এতে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.