নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ‘জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আদালতের কোনো অবজারভেশন কমিশন পায়নি। পেলে অবজারভেশন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ আজ রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এ কথা জানান।
ইসি সচিব আরও বলেন, ‘বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের ব্যাপারেও আদালতের অবজারভেশন পায়নি কমিশন। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আজ রোববার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। সেইসঙ্গে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়।
এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।
পরবর্তী পর্যায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে।