সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ঢালাও নয়, প্রকৃত অপরাধী গ্রেপ্তার নিশ্চিতের দাবি বিশ্লেষকদের 

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৭:৫৩ এএম

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ মাসে সারা দেশে ৩ লাখ ৫৯ হাজার ৭৯৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ বিভিন্ন মামলায় এই আসামিদের গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও চেষ্টা চলছে, দাবি পুলিশের। তবে অপরাধ বিশ্লেষকরা বলছেন, ঢালাও গ্রেপ্তার নয়, প্রকৃত অপরাধীরা ধরা পড়ছে কিনা সেটিও নিশ্চিত করতে হবে।

২৫ মে রাজধানীর বাড্ডায় ব্যবসায়ী ও গুলশান এলাকার বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে রাস্তায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এর ঠিক এক সপ্তাহ আগে, মগবাজারে দিনে-দুপুরে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে ব্যাগ ছিনতাই করে দুর্বৃত্তরা। গত এক মাসেই সারা দেশে প্রকাশ্যে হত্যা, ছিনতাই ও কোপানোর ঘটনা ঘটেছে শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধরপাকড়ও চলছে।

পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বছরের শুরু থেকে প্রতি মাসেই বেড়েছে গ্রেপ্তারের সংখ্যা। জানুয়ারিতে সারা দেশে গ্রেপ্তার ৪০ হাজার, ফেব্রুয়ারিতে ৪১ হাজার, মার্চ ও এপ্রিলে ৪৩ হাজার করে এবং মে মাসে গ্রেপ্তার ছাড়ায় ৪৫ হাজার। 

জুলাই অভ্যুত্থানের পর পুলিশের ওপর হামলার ঘটনায় মনোবল ভেঙে পড়লেও, এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাহিনী। অভিযান ও গ্রেপ্তারেও এসেছে গতি, দাবি পুলিশের।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশের তৎপরতার ফলে অপরাধীদের দ্রুততার সাথে আইনের আওতায় আনা গেছে। গ্রেপ্তারের যে পরিসংখ্যান তা প্রতিনিয়ত জানানো হচ্ছে। 

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শৃঙ্খলা ফেরাতে গ্রেপ্তারের সংখ্যা কম না বেশি সেটা বিবেচ্য নয়। অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতেই হবে।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, আমাদের স্বীকার করে নিতে হবে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ঘাটতি থাকবে সেখানেই অপরাধীদের দৌরাত্ম্য বাড়বে। বাংলাদেশে এখন এই বাস্তবতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। বাস্তবে যা ঘটছে, পুলিশের বক্তব্যের সাথে তার মিল নেই। 

এ ছাড়া, বিভিন্ন স্থানে সেনা অভিযানও অব্যাহত। গত আগস্টের পর থেকে এ পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ হাজার ২৬৬ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান,...
জুলাই-আগস্টে ছাত্র–জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় দোষ স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ মামলায় রাজসাক্ষী হচ্ছেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে ১৩৫ শিশুকে হত্যা করা হয়। যার সরাসরি নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবে শিশু হত্যা-নির্যাতন দেখে হতবাক গোটা বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে...
জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় এ পর্যন্ত বাহিনীর মাত্র ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে ৭৬১টি মামলায় আসামির তালিকায় রয়েছে পুলিশের ১ হাজার ১৬৮ সদস্য। এ ছাড়া ১১ মাসে একটি...
২০২৫ সাল, বিশ্বজুড়ে ফ্যাশনের দুনিয়ায় এক নতুন নাম ঘুরে ফিরে আসছে, লাবুবু। ছোট্ট, লোমশ, দাঁতাল এই পুতুলটি যেন এক মুহূর্তে ট্রেন্ডের শীর্ষে। রাস্তাঘাটে, বিমানবন্দরে, ক্যাফেতে, হাতে লাবুবু নিয়ে দেখা...
ঘটা করে নাঈম শেখকে এই সিরিজের দলে রাখা হলো, প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে পছন্দের পজিশনের বাইরে খেলানো হলো। সেখানে কিছু রান পেলেও নাঈম যে ভুগেছেন, তা স্পষ্ট। ইনিংসটাও হলো ওয়ানডেসুলভ। ফল? আজ দ্বিতীয়...
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রগতিশীল শিল্পীদের সংগঠন ‘দৃশ্যমাধ্যম সমাজ’। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন : জুলাই...
রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় নৌকাকে নির্বাচনি প্রতীক থেকে বাদ দিতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেয়...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.