সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস এবং সে সময় জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্পন্ন করাসহ চারটি বিষয় নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন।
ফরেন সার্ভিস একাডেমিতে আজ মঙ্গলবার বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়। এতে অংশ নিয়েছে বিএনপি জামায়াত সহ ৩০টি রাজনৈতিক দল।
শুভেচ্ছা বক্তব্য জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদের ক্ষেত্রে সবাইকে একটি ঐক্যমতে পৌঁছাতে হবে। ঐকমত্য কমিশন কতগুলো মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলাপ-আলোচনা করতে হবে। এরই ধারাবাহিকতা জুলাইয়ের মধ্যে একটি নাগরিক সনদ প্রণয়ন করার যাবে।
আলী রিয়াজ বলেন, এ সনদের প্রধান উদ্দেশ্য হবে নাগরিকদের অধিকার সংরক্ষণ করা, ক্ষমতার ভারসাম্য তৈরি করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা।