রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রস্তুতি শেষ করা গেলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে।
আজ শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান দেড় ঘণ্টা সময় ধরে বৈঠক করেন। পরে তাঁদের অনুমোদন করা যৌথ ঘোষণা পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।পাশাপাশি, বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ব্রিফিংয়ে আমীর খসরু বলেন, ‘তারেক রহমান রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। নির্বাচন কমিশন খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নির্বাচনের পরও দেশব্যাপী কাঠামোগত সংস্কার অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, তারেক রহমান দেশে ফিরবেন কিনা, সে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন।
বৈঠকের আগে আলাদাভাবে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা বলছেন, “বৈঠকটি শুধু দুই নেতার মধ্যে নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক সমঝোতার ভিত্তি স্থাপন করতে পারে।”
গত কয়েকদিন ধরেই এই বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চলছিল। বৈঠক শেষে বিএনপি সন্তোষ প্রকাশ করে জানিয়েছে, এটি একটি ‘ইতিবাচক অগ্রগতি’।