প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে। নির্বাচন কমিশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের পরিস্থিতি বুঝে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।’
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে কর্মকর্তাদের ঈদুল আজহা পরবর্তী মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন। সভায় অন্য চার নির্বাচন কমিশনার এবং কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন কারো নির্দেশনায় কাজ করছে না, করবেও না। কমিশনের অন্যান্য কর্মকর্তাদের কোনো দলীয় স্বার্থে কাজ না করার নির্দেশ দেন এবং নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন সিইসি।
নির্বাচন কমিশন ভোট সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে জানিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘অনেকেই হয়তো আশা করে বসে আছেন যে নির্দিষ্ট কেন্দ্র থেকে সব ভোট নিয়ে জিতে যাবে। এইবার এই সুযোগ নেই।’
ইসি জুনের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ এর জন্য কাজ করে যাচ্ছে জানিয়ে সিইসি বলেন, ‘চেষ্টা থাকবে তরুণ প্রজন্মকে ভোটের আওতায় আনা সেই লক্ষ্যে ১৮ বছরের সকলকে ভোটের আওতায় আনার যথা সম্ভব চেষ্টা করছে ইসি। সেই লক্ষ্যে হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। সরকারের পরিস্থিতি বুঝে নির্বাচনের তারিখ ঘোষণা এবং নির্বাচনের প্রায় ৬০ দিন আগেই তফসিল ঘোষণা করবে ইসি।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সবসময় বলে যাচ্ছেন, আমি একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। কীসের ওপর ভিত্তি করে উনি কথাটা বলছেন। এই যে উনি ওয়াদাটা দিচ্ছেন, বিশ্বব্যাপী দিচ্ছেন। আমাদের ওপর আস্থা আছে বলেই ওয়াদাটা দিচ্ছেন।’