সেকশন

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

১০০ আসনে নারীদের সরাসরি ভোটে একমত অধিকাংশ রাজনৈতিক দল

আপডেট : ১৫ জুন ২০২৫, ১০:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে নারীদের সরাসরি ভোটে অংশগ্রহণসহ নাগরিক কোয়ালিশনের ৪ দফা প্রস্তাবের সঙ্গে একমত অধিকাংশ রাজনৈতিক দল। তবে প্রতি আসনে দ্বৈত প্রতিনিধিত্বের কার্যকারিতা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ রোববার রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা।

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা সভা আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সেখানে আগামী নির্বাচনে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচনসহ ৪টি প্রস্তাব তুলে ধরা হয়।

সাধারণ আসনে সরাসরি ভোটে নারীদের অংশগ্রহণ ছাড়া সংরক্ষিত আসনেও প্রত্যক্ষ ভোটের দাবি করেন অনেকে। তবে, প্রতি আসনে দ্বৈত প্রতিনিধি রাখা এখনই সম্ভব নয় বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘সমস্যাটা হলো, আমাদের গ্রামবাংলায় যে কথা আছে, এক ঘরে দুই পীর হতে পারে না। আমাদের যে বর্তমান পদ্ধতি আছে, অনেক জায়গায় সাধারণ আসনের সাংসদ নারীদের যেতেই দেয় না। সে কারণে দুজন হলে এটা কার্যকর হবে কিনা, আমার সন্দেহ আছে।’ 

সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর দাবির সাথে বিএনপি একমত বলে জানান দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আপনারা দয়া করে সব রাজনৈতিক দলের প্রধান ও প্রধান উপদেষ্টাকে চিঠি দেন। কারণ নারীদের কোনো কমন বেসিক মর্যাদাই নেই বাংলাদেশে।’  

নারীদের সরাসরি অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করতে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান বক্তাদের। সাংবাদিক কাজী জেসিন বলেন, ‘৫০ শতাংশ নারী যদি উচ্চকক্ষে দাবি করি, সেটা ভেরি মাচ পসিবল। আরেকটা জিনিস হচ্ছে, পরিস্থিতি বিবেচনা করে যদি বলি ৩০ শতাংশ নারী নির্বাচিত হয়ে আসতে হবে, সেটা না পেলে কোনোটাই লাভ হবে না। আমরা এমন যেন না চাই, যা আসলে পসিবল না।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, ‘আমাদের প্রস্তাবনাটা হলো, অবশ্যই যাতে এই সংরক্ষিত আসনগুলোতে মনোনয়ন না হয়ে সরাসরি নির্বাচন হয়। সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে।’

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলোকে আরাও বেশি উদ্যোগ নিতে হবে বলেও মতামত দেন বক্তারা। 

নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত ১৮ বছর বয়স হলে ভোটার হওয়ার সুযোগ রেখে ‘ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে...
আমেরিকাসহ নতুন আরও পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য দেশগুলো হচ্ছে, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্দান ও মালদ্বীপ।
নিবন্ধন প্রত্যাশী ১৪৪টি দলের আবেদনেই ত্রুটি-বিচ্যুতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব কে এম আলী নেওয়াজ। ধাপে ধাপে সব দলকেই চিঠি দেওয়া হবে। আজ চিঠি দেওয়া হয়েছে ৬২টি দলকে। এসব দলকে গ্যাপ...
রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় নৌকাকে নির্বাচনি প্রতীক থেকে বাদ দিতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেয়...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপস্থিতিতে তাদের...
'কোনো এক অবসরে পড়ে নিও, আমার সুইসাইড নোট/ জেনে নিও কেন দুঃখরা জমাট বাঁধে, কেন নীল হয়ে যায় ঠোঁট' — এমনই মন খারাপ করা লাইন দিয়ে শুরু হচ্ছে মাহতিম সাকিবের নতুন গান ‘সুইসাইড নোট’।...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.