সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
Independent Television
 

‘হত্যার হুমকি এলেও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে’

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:২৯ পিএম

হত্যার হুমকি এলেও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে কোনো কিছু পরোয়া করা হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার নবগঠিত এই ট্রাইব্যুনালের তিন বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর দিনের ভোট রাতে গ্রহণকারী ও গুমের অপরাধীদেরও বিচারের কথা বলেন।

অন্তর্বর্তী সরকার ক্ষমতাগ্রহণের পর গত ১১ মাস ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ। এখন পর্যন্ত ২৪টি মামলা এবং ৩৫৭টি অভিযোগ দাখিল হয়েছে ট্রাইব্যুনালে। এতে আসামি রয়েছেন কয়েকশ।

দ্রুত এসব আসামির ন্যায় বিচার নিশ্চিতে সম্প্রতি ট্রাইব্যুনাল- ২ গঠন করে সরকার। মঙ্গলবার এই ট্রাইব্যুনালের তিন বিচারপতিকে দেওয়া হয় সংবর্ধনা।

এসময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘তারা ভীত নন। তারা ন্যায় বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয় দেখিয়ে এই ন্যায় বিচার বন্ধ করা যাবে না।’

বিচারপতিদের উদ্দেশ্য করে এসময় চিফ প্রসিকিউটর বলেন, গত ১৬ বছরে গুম করে হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচারের মাধ্যমে এই অপরাধ থেকেও বাংলাদেশকে মুক্ত করতে হবে।

তাজুল ইসলাম বলেন, ‘বছরের পর বছর আটকে রাখা হতো বিনা বিচারে, পরিবারকে কোনো তথ্য না দিয়ে। তাদেরকে টর্চার করা হতো। চোখ বেধে অন্ধকার ঘরে ৮ বছর, সাড়ে ৮ বছর আটকে রাখা হয়েছে এমন দৃষ্টান্তও আমরা পেয়েছি। রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ, যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে।’

আর কেউ যেন মানুষের ভোটাধিকার হরণ করতে না পারে এজন্য অপরাধীদের বিচার নিশ্চিতের কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক। সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

প্রসিকিউশন জানায়, শিগগিরি ট্রাইব্যুনাল এক থেকে কিছু মামলা ট্রাইব্যুনাল দুইয়ে হস্তান্তর করা হবে। তবে শেখ হাসিনার মূল মামলা চলবে ট্রাইব্যুনাল–১ এ।

সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ বছরের চাকরিজীবন পূর্ণ হওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার  রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক...
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ আজ বৃহস্পতিবার।
জুলাই গণঅভ্যুত্থানে ১৩৫ শিশুকে হত্যা করা হয়। যার সরাসরি নির্দেশদাতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবে শিশু হত্যা-নির্যাতন দেখে হতবাক গোটা বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ফ্যাসিবাদের বিচার চাই, আবার সংস্কারও চাই। বিচার-সংস্কার ছাড়া নির্বাচন বাংলার মানুষ মেনে নেবে না। বিচার-সংস্কার ছাড়া যারা নির্বাচন...
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের দুটি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। 
২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত । আজ শুক্রবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.