ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিক সেবা যেভাবে ব্যাহত হচ্ছে এতে আর চুপ থাকার অবস্থা নেই। শিগগিরি সরকার ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, দক্ষিণ সিটির সমস্যা নিয়ে সরকার উদ্বিগ্ন। নাগরিক সেবা চরমভাবে বিঘ্নিত হওয়ায় আর বসে থাকার সুযোগ নেই। নগরীর ডেঙ্গুর প্রকোপ নিয়ে সরকার সতর্ক রয়েছে। সবাইকে নিয়ে ডেঙ্গু মোকাবিলা করতে চায় সরকার। অনুষ্ঠানে ২৩ কোটি টাকা ব্যয়ে ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপন কাজের উদ্বোধন করা হয়। পরবর্তীতে দেশের সব উপজেলায় এমন পাবলিক লাইব্রেরি তৈরি করা হবে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘যেভাবে নাগরিক সেবা বন্ধ হওয়ার দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে উদ্বিগ্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। এটা খুব দ্রুত সময়ের মধ্যেই।’
এদিকে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে কর্মসূচি পালন করছেন সমর্থকরা। বেলা ১১টার দিকে শুরু হয় এ কর্মসূচি। নানা স্লোগানে সরব হয়ে ওঠে পুরো এলাকা।
এসময় সাবেক সচিব ও আন্দোলনের সমন্বয়কারী মশিউর রহমান বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। উপদেষ্টা আসিফ ভূঁইয়ার সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। সিটি করপোরেশনে-কোনো দোসর বা ফ্যাসিবাদী থাকতে পারবে না। নাগরিক ভোগান্তির দায় একমাত্র স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। পরে কর্মসূচি থেকে চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে শরিক হওয়ারও আহ্বান জানানো হয়।
এরআগে বুধবার নগরভবনের সামনে সরকারের উপদেষ্টারা আদালতকে তোয়াক্কা না করে আইনি জটিলতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা ইশরাক হোসেন।