দ্রুত জুলাই সনদ তৈরি করতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আজ রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি।
আলী রীয়াজ জানান, আগামী দুদিন বৈঠক মুলতবি থাকবে বৈঠক। এই সময়ে রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বানও জানান তিনি।
জানা গেচজে, উচ্চকক্ষ গঠন, সংসদে নারীর প্রতিনিধিত্ব এবং সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হবে আজ।
আজ বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠকে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।