সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে বিএনপিসহ ৩ দলের দ্বিমত

আপডেট : ২২ জুন ২০২৫, ০৫:২৭ পিএম

প্রধানমন্ত্রী পদে কোনে ব্যক্তি দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না ঐকমত্য কমিশনের এমন আলোচনায় বিএনপিসহ তিনটি দল ছাড়া বাকি সবাই একমত হয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার পঞ্চম দিন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়। 

বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, ‘আজকে সারা দিনের আলোচনা হয়েছে ২টি বিষয়ে। একটি প্রধানমন্ত্রীর মেয়াদ আরেকটি রাষ্ট্রের মূলনীতি।’  

আলী রীয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ এবং বার নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর থাকতে পারবে এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার পর ৩টি দল তাতে ভিন্নমত পোষণ করেছে। বাকি সবাই একমত জানিয়েছে। দ্বিমত পোষণ করা দলগুলো হলো বিএনপি, এনডিএম এবং এলডিপি।’ 

এর আগে সভা শুরুর আগে অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদ দ্রুত প্রস্তুত করতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানান। বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে অনৈক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজস্ব দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি। 

সে সময় আলী রীয়াজ বলেন, ‘কোনোটাতে আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুক। আপনারা এসেছেন, কিন্তু আরেকটু আগান। আমরা যতদ্রুত জুলাই সনদ, আমরা বলেছি এটা জুলাইয়ে করব। করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই জায়গাটা শেষ করতে পারি।’

আলী রীয়াজ জানান, আগামী দু-দিন বৈঠক মুলতবি থাকবে বৈঠক। এই সময়ে রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বানও জানান তিনি।

রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় নৌকাকে নির্বাচনি প্রতীক থেকে বাদ দিতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেয়...
আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাবে একমত হয়েছে সব রাজনৈতিক দল। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম...
জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার রোধে নতুন বিধান তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম...
দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান,...
যারা রাজনীতিকে কলুষিত করতে চায়, তাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.