সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আটক 

আপডেট : ২২ জুন ২০২৫, ১০:০০ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। রাজধানীর উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, নিরাপত্তার জন্য সাবেক সিইসিকে হেফাজতে নেওয়া হয়েছে। 

মো. মহিদুল ইসলাম বলেন, ‘মামলা দেখে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

এর আগে, গত তিন সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং কর্মকর্তাদের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি। 

তার আগে সকালে সাবেক তিন সিইসি, ইসিসহ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করে বিএনপি। এরপর, শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়। 

মামলায় কে এম নুরুল হুদা ছাড়াও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কাজী হাবিবুল আউয়ালসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। 

গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনে জড়িত সাবেক সিইসি, কমিশনার ও ইসি সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

কে এম নুরুল হুদা বাংলাদেশের ১২তম প্রধান নির্বাচন কমিশনার। তিনি ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। তার সময়ে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদে ব্যাপক কারচুপির অভিযোগ আছে।

রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় নৌকাকে নির্বাচনি প্রতীক থেকে বাদ দিতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেয়...
রাজনৈতিক দলের প্রতীক হিসেবে কাউকেই ‘শাপলা’ প্রতীক দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘শাপলা’ প্রতীক হিসেবে দিলে নাগরিক ঐক্যকেই দিতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত সরকার (অন্তর্বর্তী সরকার) আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। অর্থাৎ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক...
নাসির উদ্দিন বলেন, ‘আমি কনফিডেন্ট যে ইলেকশন যখন হবে, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিং দিয়েছেন। শুধু পুলিশকে নয়, উনি তো আইনশৃঙ্খলা বাহিনী, আর্মি থেকে আরম্ভ করে, আর্মি কীভাবে ডেপ্লয়মেন্ট...
যারা রাজনীতিকে কলুষিত করতে চায়, তাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.