আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারিক কার্যক্রম শতভাগ স্বচ্ছতায় পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিচারিক স্বাধীনতা বিষয়ক এক সেমিনারে তিনি এ-কথা বলেন।
এ সময় প্রধান উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগকে স্বাধীন করার জন্যই সংস্কার দরকার।
বাংলাদেশিরা এখন খুব সংকটপূর্ণ মুহূর্ত পার করছেন জানিয়ে তিনি বলেন, ‘এসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’
অধ্যাপক ইউনুস বলেন, ‘বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে আছে। ঐক্যবদ্ধভাবে এই সময় পার করতে হবে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতির কাছে দায়বদ্ধ সরকার। শতভাগ স্বচ্ছতায় পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘হাজারো প্রাণের বিনিময়ে বর্তমান বাংলাদেশ পেয়েছে জাতি। তাই, জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে জাতির কাছে দায়বদ্ধ সরকার। প্রতিটি জাতিই পরিবর্তনের সুযোগ পায়। বাংলাদেশের এই সুযোগ হয়ত আর কখনো আসবে না, তাই এর সদ্ব্যবহার করা উচিত।’
অতীতের বাধা চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যেতে সমন্বিত প্রচেষ্টার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, ‘সরকার সেই পরির্বতনের কথা বলে, যেটি শক্তিশালী গণতন্ত্রকে এদেশে প্রতিষ্ঠিত করবে। জুলাই অভ্যুত্থান শুধু শাসনের পরির্বতন নয়, বরং অধিকারের দাবিতে অভ্যুত্থানে অংশ নিয়েছে সারা দেশের মানুষ।’