শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আগামী ১ জুলাই। এরইমধ্যে শেখ হাসিনাসহ তিন আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র।
শেখ হাসিনা ছাড়া মামলায় অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গ্রেপ্তার মামুনকে আজ মঙ্গলবার সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, জুলাই আগস্ট আন্দোলন দমাতে ছাত্র জনতাকে হত্যায় মারণাস্ত্র ব্যবহার, উস্কানি ও প্ররোচনাসহ এই তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ পত্রে বলা হয়, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ১৪ শ ছাত্র-জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালের আদেশে তিন আসামিকে আত্মসমর্পণ করতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়।