সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

গোপন বন্দিশালায় জিজ্ঞাসাবাদ করতেন আমেরিকানরাও, গুম কমিশনের প্রতিবেদন

আপডেট : ২৫ জুন ২০২৫, ১১:১০ এএম

গোপন বন্দিশালায় আমেরিকানসহ বিদেশিরা জিজ্ঞাসাবাদ করতেন গুমের শিকার ব্যক্তিদের। তাঁদের বলা হতো ‘ফরেন গেস্ট’। এমন তথ্যই উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। তবে, এই বিদেশি ব্যক্তিরা সরাসরি নির্যাতনে অংশ নিতেন না বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত ৪ জুন দেওয়া প্রতিবেদনে এক ভুক্তভোগীর সাক্ষ্য তুলে ধরে বলা হয়, ডিবি হেফাজতে থাকা অবস্থায় দুজন আমেরিকান তাকে জিজ্ঞাসাবাদ করেন। ছয় মাস পর আবারও ডিবিতে নেওয়া হলে সেখানে আগের সেই দুই আমেরিকান ছাড়াও আরও কয়েকজন মার্কিন নাগরিক ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, আরেকজন বন্দি ডিজিএফআইয়ের হেফাজতে আটক থাকার সময় তাকে একজন ইংরেজিভাষী বিদেশি জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন বলে কমিশনকে জানিয়েছেন।

গুম সংক্রান্ত প্রতিবেদনে উঠে এসেছে নানা তথ্য। ফাইল ছবিপ্রতিবেদনে আরও বলা হয়, ভারতের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের পাশাপাশি আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নামে পশ্চিমা সহযোগিতা থেকেও লাভবান হয়। 

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, ‘এই যে গুমের সংস্কৃতি, এটা কিন্তু বাংলাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক এবং দায়মুক্তির সংস্কৃতি হিসেবে ছিল। তৎকালীন সরকার ও সরকারের বাহিনীগুলো ছিল, তারা কিন্তু এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।’

কমিশন এখন পর্যন্ত ১ হাজার ৮৫০টি অভিযোগ থেকে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাই বাছাই শেষে এ প্রতিবেদন তৈরি করে। এতে বলা হয়, বিদেশিরা সরাসরি নির্যাতনে অংশ না নিলেও তাদের উপস্থিতি এই গোপন আটক ব্যবস্থাকে বৈধতা দিয়েছিল।

সাজ্জাদ হোসেন বলেন, ‘তাদের যে আইনি সহযোগিত পাওয়ার কথা তা তারা পাননি। তারা ভুক্তভোগী, বিচারব্যবস্থাটা কাজ করেনি।’

আওয়ামী লীগ সরকারের পতন হলে গুম ও আয়নাঘরের বিষয়টি আবার সামনে আসে। গত ২৭ অগাস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের গুম তদন্ত কমিশন গঠন হয়।

দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান,...
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
জুলাই-আগস্টে ছাত্র–জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় দোষ স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ মামলায় রাজসাক্ষী হচ্ছেন তিনি।
জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় এ পর্যন্ত বাহিনীর মাত্র ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে ৭৬১টি মামলায় আসামির তালিকায় রয়েছে পুলিশের ১ হাজার ১৬৮ সদস্য। এ ছাড়া ১১ মাসে একটি...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.