জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের আলোচনা চলছে। রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতিসহ পাঁচটি বিষয়ে আলোচনা হবে আজ।
আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়।
আজকে বৈঠকের সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। দুই দিন আলোচনা মুলতবির পর আজ কমিশনের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় অংশগ্রহণ করেছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এর আগে রোববার কমিশনের পঞ্চম বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ ও সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা হয়।