এক বছরেও জুলাই আন্দোলনে বেওয়ারিশ শহীদদের পরিচয় সনাক্তে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমনকি কবরগুলো সংরক্ষণে কোনো পদক্ষেপও নেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতারা। আজ শুক্রবার সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদের কবর জিয়ারতের পর এসব কথা বলেন নেতারা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণকবর তৈরি করেছিল, ফ্যাসিস্ট হাসিনাও সেভাবে গণকবর তৈরি করেছে। পুলিশ আবার হাসিনার আমলের মতো ফ্যাসিস্ট হয়ে উঠেছে অভিযোগ করে তিনি বলেন, গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়ার গতি দেখলে কচ্ছপও লজ্জা পায়। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য ‘কালসাপ’ বলেও মন্তব্য করেন এই নেতা।
এ সময় আগামী তিন দিন সারা দেশের সকল শহীদদের কবর জিয়ারত ও আহতদের খোঁজখবর নেওয়ার কর্মসূচি ঘোষণা করেন রিফাত রশিদ। এ ছাড়া জুলাই শহীদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা রনির জুলাই যোদ্ধার স্বীকৃতি দাবি করেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা যেমন সত্য। তেমনই মৌলিক সংস্কার ব্যতিত নতুন করে সংসদে যাওয়া কিংবা নির্বাচনে হওয়ার কোনো সুযোগ নেই। মৌলিক সংস্কারের প্রতি এখানে জিরো টলারেন্স গ্রহণ করা হবে।