সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

জুলাই চেতনা বাস্তবায়নে সরকারের মেশিনারি ব্যবহার করতে হবে: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:৪৬ পিএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই চেতনা বাস্তবায়নে সরকারের মেশিনারি ব্যবহার করতে হবে। জুলাই বিপ্লবের মূল চেতনা সুশাসন। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

আজ শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জুলাই বিপ্লব কোনো নাগরিক সমাজের ব্যানারে হয়নি, নাগরিকদের পক্ষ থেকে হয়েছে। সরকার ও নাগরিকের দ্বন্দ্ব নিরসন করতে হবে। সরকারকে বুঝতে হবে নাগরিক কী চায়। নাগরিক সমাজকে নাগরিকের কথা বলতে হবে। দলের বা গোষ্ঠীর কথা বললে হবে না। তবেই নাগরিক প্রত্যাশা বাস্তবায়িত হবে। নাগরিক সমাজকে দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। তা না হলে নাগরিকের আশা-আকাঙ্খা তারা ধারণ করতে পারবেন না।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান জুলাই হত্যাকাণ্ডের বিচারে কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা তুলে ধরার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না।’

আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানে কোনো অনৈক্য নেই বলেও জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যে করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তা আমার কাছে স্থায়ীই মনে হয়।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংবিধান নতুন করে লিখতে আপত্তি নেই। লেখা যেতেই পারে। তবে এ সংবিধান (বাংলাদেশের) পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধানের একটি।’

এসময় মব করে বিভিন্ন জায়গায় ও ব্যক্তির ওপর হামলা নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের নানা অবিচারের বিরুদ্ধে ক্রোধ। এ ক্রোধ প্রত্যাশা করি না। এ ক্রোধ বন্ধ করতে হবে। এটা জুলাই চেতনা বিরোধী। মব সন্ত্রাস জুলাইয়ের সব অর্জকে ম্লান করতে পারে।’

হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করার ক্ষেত্রে ঐকমত্য কনিশনের সুপারিশ পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৪৯ আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী...
রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ। আজ পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা ফ্ল্যাট জালিয়াতি মামলা স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মামলাটির...
রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় নৌকাকে নির্বাচনি প্রতীক থেকে বাদ দিতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেয়...
মাদারীপুরে এতিমখানার অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকার দরগাহ শরীফ সংলগ্ন হযরত শাহ মাদার (র.) দরগাহ শরীফ এতিমখানাতে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.